সাবেক কাউন্সিলর এনামুল হক বাহার চার মামলায় কারাগারে পাঠিয়েছে বিচারক
৭ July ২০২৫ Monday ৮:২০:৪৫ PM
তামিমঃ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক বাহার চার মামলায় কারাগারে পাঠিয়েছে বিচারক।সোমবার (৭ জুলাই) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাহার হাজির হয়ে আদালতের কাছে জামিন আবেদন করেন। বিচারক হাবিবুর রহমান চৌধুরী ৪টি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুর ঘটনাসহ ৪টি মামলা চলমান রয়েছে।আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুবিমল রিপন বলেন, তার মক্কেল এনামুল হক বাহার একজন জনপ্রতিনিধি ছিলেন। রাজনৈতিক এই মামলাগুলো থেকে তার জামিনের প্রার্থনা করা হয় আদালতের কাছে। পরে বিচারক ৪টি মামলায়ই ধারাবাহিকভাবে জামিন নামঞ্জুর করে বাহারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।প্রসঙ্গত, টানা তিনবারের কাউন্সিলর এনামুল হক বাহার বিসিসির সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের শেষ মুহূর্তে তাকে বিসিসির ২ নম্বর প্যানেল মেয়র মনোনীত করা হয়েছিল। তিনি ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির সদস্য।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিএনপির মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৯৪, সর্বোচ্চ বরিশালে
দুদকের বিশেষ নজরদারিতে বিসিসির ১২ কর্মকর্তা
বরিশালে সাংবাদিকের নামে বিএনপি নেত্রীর মামলা
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও হাসপাতালে ভর্তি ২০৪ রোগী, ১০১ জনই বরিশাল বিভাগের