
আল মুজাহিদ, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের টিম ও শুরা সদস্য ফিংড়ী ইউনিয়নের সাবেক আমীর আলহাজ্ব আব্দুল হাই সিদ্দিকীর শারীরিক অসুস্থতার খোঁজখবর নিতে তার নিজ বাসভবনে ছুটে যান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলা ও ফিংড়ী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ তার বাসায় উপস্থিত হয়ে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, ১৪নং ফিংড়ী ইউনিয়ন আমীর মোহাম্মদ শাহিনুজ্জামান, নায়েবে আমীর মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা জুম্মান আলী, সহকারী সেক্রেটারি আল মুজাহিদ ও মাওলানা আব্দুল মোমিন, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মোঃ আশরাফুজ্জামান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা কুতুবুদ্দিন প্রমুখ।
অতঃপর অসুস্থ আলহাজ্ব মাওলানা আব্দুল হাই সিদ্দিকীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া করেন জামায়াত নেতৃবৃন্দ।