সাবিনাদের বয়কটের কারণ জানতে বাফুফের বিশেষ কমিটি

সাবিনাদের বয়কটের কারণ জানতে বাফুফের বিশেষ কমিটি

জাতীয় দলের প্রধান কোচ বাটলারের বিরুদ্ধে মেয়েদের অভিযোগের পরে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার এ বিষয়ে বাফুফের একটি বিশেষ কমিটি আজ বৈঠক করবে বলে জানা গেছে। যেখানে জাতীয় নারী দলের সিনিয়র খেলোয়াড়দের এবং তাদের প্রধান কোচ পিটার বাটলার এর মধ্যে বিরোধ সম্পর্কিত তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করবে কমিটি।

কোচের বিরুদ্ধে সাবিনাদের অভিযোগ পেয়ে লন্ডনে থাকা বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বৃহস্পতিবার একটি অনলাইন সভা ডাকেন। ওই সভার আলোচনা প্রেক্ষিতে এই বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে বলে বাফুফে সুত্রে জানা গেছে।
সাত সদস্যের বিশেষ এ কমিটিতে আছেন বাফুফে এর চারজন সহ-সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি। এই কমিটিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটি গঠন নিয়ে বিশেষ কমিটির চেয়ারম্যান এবং বাফুফে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা আগামীকাল শনিবার বিশেষ কমিটির প্রথম বৈঠক করতে যাচ্ছি, কারণ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করার পর আমরা প্রথমে এই বিষয়টি নিয়ে কাজ করার উপায়গুলি নির্ধারণ করতে চাই।’

এ সময় তিনি আরো বলেন,‘আমার এই বিরোধ সম্পর্কে কোনো ধারণা নেই। তবে আমরা ঠিক কী ঘটেছিল তা জানার জন্য খেলোয়াড়রা, কোচ, ম্যানেজার, কোচিং স্টাফ এবং নারী কমিটির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারি। আর প্রত্যেকে ভুল করে, এবং আপনি এটি দুইভাবে সমাধান করতে পারেন। পারস্পরিক বোঝাপড়া অথবা শৃঙ্খলা বজায় রেখে এবং আমরা এই সমস্যার সমাপ্তি ঘটাতে আশাবাদী।’

এদিকে বিশেষ কমিটির উপ-চেয়ারম্যান এবং বাফুফে এর সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন যে, এই কমিটি বাটলার এর বিরুদ্ধে করা অভিযোগগুলির বৈধতা মূল্যায়ন করবে এবং এটি সমাধানের জন্য কাজ করবে।

Explore More Districts