সানমার ওশান সিটির ৫ম তলায় আগুন – Chittagong News

সানমার ওশান সিটির ৫ম তলায় আগুন – Chittagong News

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার অভিজাত শপিংমল সানমার ওশান সিটির পঞ্চম তলায় ফুড কর্নারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় ফুড কর্নারের মমস য়িাম নামক একটি রেস্টুরেন্টের কিচেন থেকে আগুনে সূত্রপাত হয়।

আগুনের ধোঁয়া দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে শপিংমলে আগত ক্রেতা সাধারণ।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছালেও তার আগেই ডিস্টিংগুইসার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় শপিংমলের ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে এ তথ্য জানানো হয়।

এমএ/সিটিজিনিউজ

Explore More Districts