সানন্দবাড়ীতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর

সানন্দবাড়ীতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর




সানন্দবাড়ীতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর



রশীদুল আলম শিকদার : দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল উদ্বোধন করা হয়। কবি আলহাজ্ব আজিজুর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যাপক নুরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানন্দবাড়ি ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম প্রামানিক, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাশেম মাস্টার, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুর রহিম, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান, বাংলাদেশ সশস্ত্র কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু শামা, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক ইউ পি সদস্য মো. আব্দুল ওহাব, সানন্দবাড়ী জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের তত্ত্বাবধায়ক মো. আবু দাউদ, সাজ্জাদ হোসাইন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আগামীর পথচলার জন্য শুভকামনা জানান। বক্তৃতায় অতিথিরা জাপানিজ ভাষা শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন।


Explore More Districts