সাদা বকের শীত উদ্‌যাপন

সাদা বকের শীত উদ্‌যাপন

পৌষের সকাল। কুয়াশা জড়ানো চারদিক। শীতের সকালে কুয়াশামাখা কৃষিজমিতে একঝাঁক সাদা বক খাবারের খোঁজে ব্যস্ত। জমির জল-কাদায় নেমে একসঙ্গে খাবার শিকারে ব্যস্ত ধূসর বকগুলো। কুয়াশামাখা স্নিগ্ধ সকালে সাদা বকের ঝাঁকের এমন শান্তিপূর্ণভাবে খাবার খোঁজা ও ওড়াউড়ির দৃশ্য প্রকৃতির নিখুঁত সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। এ যেন সাদা বকের শীত উদ্‌যাপন। ছবিগুলো নগরের ইসলামপুর থেকে তোলা

Explore More Districts