সাতক্ষীরা সিটি কলেজে পিঠা উৎসবের উদ্বোধন

সাতক্ষীরা সিটি কলেজে পিঠা উৎসবের উদ্বোধন



Post Views:
২৮

মুহাম্মদ হাফিজ :”নতুন ধানে, নতুন প্রাণে, চলো মাতি পিঠার ঘ্রানে”স্লোগানে সাতক্ষীরা সিটি কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সিটি কলেজের আয়োজনে ও সিটি কলেজ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে এ পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি নওশাদ আলম লিপন। সাতক্ষীরা সিটি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শিমুল হোসেন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিঠা উৎসবের আহবায়ক উপাধ্যক্ষ মো. আলতাফ হোসেন ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তপন কুমার দে। এ সময়ে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান স্বপন,ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক পলাশ কুমার মল্লিক, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইতিকা রানী মন্ডল,পিঠা উৎসবের উদ্যোক্তা সিটি কলেজের শিক্ষার্থী রাফিয়া সুলতানা, আশিকুর রহমান, মোঃ ইব্রাহিম মোল্লা সহ সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ
বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী পিঠা মেলায় ১৬ টি স্টল স্থান পেয়েছে।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts