সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ শফিউল ইসলাম, ওয়াহিদা সুলতানা, মোঃ রবিউল ইসলাম, শেখ তাজুর রহমান, মোঃ আসাদুজ্জামান, হারাধন কুমার আইচ, স.ম ওয়ালিদুর রহমান, মোস্তফা মনিরুজ্জামান, বিবেকানন্দ কবিরাজ, মোঃ খোরশেদ আলম, দীপা সিন্ধু তরফদার, মো. মমতাজ হোসেন, পলাশ কুমার সিংহ, সৌমিত্র কুমার মন্ডল প্রমুখ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যথাযথ সম্মান প্রদর্শনে বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে। পরে আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্ট বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) হেদায়েতুল্লাহ পলাশ ।

Explore More Districts