সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় এর হল রুমে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন

নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সাইফুল ইসলাম। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন আইচ শুভ’র সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাওলানা মো. আবুল খায়ের।

এ সময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার সরকারি প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ, সুলতানা পারভীন, ফাতেমা তুজ জোহরা, ক্রীড়া শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, মনীষা মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Explore More Districts