সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল



Post Views:
৫৫

নিজস্ব প্রতিনিধি: জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় শহরের সংগীতা মোড় হতে স্বাগত মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শফিংমহলের সামনে গিয়ে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন,জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শরিফুজ্জামান সজীব। এসময় স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা, পৌর কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সংগীতা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমান সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শরিফুজ্জামান সজীব এর উপরে আস্থা ও বিশ্বাস রেখে যে কমিটি দিয়েছে। সেই কমিটি সকল উপজেলাকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে সাতক্ষীরার ৪ টি আসনকে ধােনর শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সকল ভেদাভেদ ভূলে আসুন বিএনপি তথা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts