সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক কৃষিকর্মচারী নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক কৃষিকর্মচারী নিহত



Post Views:
৪৬

স্টাফ রিপোর্টার:

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় আব্দুস সোবহান (৬২) নামে কৃষি অফিসের সাবেক এক কর্মচারী নিহত হয়েছে। রবিবার (২৬জানুয়ারি) বেলা ১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আমতলা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই কৃষিকর্মচারী মধ্যকাটিয়া এলাকার মৃতসামজেদ আলী সরদারের ছেলে।

নিহতের বড় ছেলে কামরুল ইসলাম ডালিম জানান, তার বাবা সাতক্ষীরা খামার বাড়ি থেকে অফিস সহকারীর পদ থেকে ২০১৬ সালে অবসর নেন। এরপর তিনি উমরা হজ্জ পালন করে বাড়িতেই ছিলেন। আজ বেলা ১টার প্রতিদিনের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আমতলা মোড়ে আসলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ছিটকে পড়ে তিনি গুরুত্বর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে ঘাতক মোটরসাইকেলটি পালিয়েছে।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts