
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা উন্নয়ন ফোরামের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও ৫ই আগস্ট বিজয় পরবর্তী সাতক্ষীরা উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৯ অক্টোবর) রাজধানী ঢাকার কাঁটাবন মসজিদ মিশন কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি মাওলানা খলিলুর রহমান মাদানির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, গাজী নজরুল ইসলাম, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, ইঞ্জিনিয়ার শেখ আল-আমিন সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা সাতক্ষীরার উন্নয়নের বিষয়ে ঢাকাস্থ সাতক্ষীরা বাসীকে একসাথে কাজ করার আহ্বান জানান।