সাতক্ষীরার তুজলপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সাতক্ষীরার তুজলপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

এস.এম আব্দুল্লাহ ::
সাতক্ষীরায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরা–যশোর মহাসড়কের তুজলপুর মোড় এলাকায়। নিহতের নাম মো. আব্দুল আলীম (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রজবাক্সা গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলীম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। একই সময় দ্রুতগতির একটি ট্রাক সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার তুজলপুর মোড়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে ব্রজবাক্সা গ্রামের আব্দুল আলীম বাড়ি ফেরার সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

Explore More Districts