সাতক্ষীরার এসপিকে বদলি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষার্থীরা

সাতক্ষীরার এসপিকে বদলি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষার্থীরা

 ৷৷ নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকীকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বর (প্রস্তাবিত) থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

সেখানে ‘দফা এক, দাবি এক সাতক্ষীরার এসপি বহাল থাক’, ‘আমাদের দাবি মানতে হবে প্রজ্ঞাপন বাতিল করতে হবে’, ‘সাতক্ষীরার উন্নয়নে, আপনাকে চাই প্রাণপণে’, ‘আমাদের সবার ঐক্যমত, সাতক্ষীরাবাসীর ঐক্যমত’, ‘মতিউর এসপি বহাল থাক, দুর্নীতিমুক্ত সাতক্ষীরা চাই’, ‘মতিউর এসপি ছাড়া বিকল্প নাই’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে শেষ হয়।

পরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরার এসপি মতিউর রহমান সিদ্দিকী বদলির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ছাত্র জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের এক দফা এক দাবি কর্মসূচির লিখিত বক্তব্যে সমন্বয়ক নাজমুল হাসান রনি ও নাহিদ হাসান বলেন, ‘সাতক্ষীরাতে আগে যে চাঁদাবাজি, দুর্নীতির রেকর্ড ছিল- এসপি মতিউর রহমান সিদ্দিকী আসার পর থেকে সেটা সহনীয় পর্যায়ে নেমে এসেছে। সাতক্ষীরায় আগের এসপিগুলো চোরাকারবারি এবং আওয়ামী সন্ত্রাসী ক্যাডারদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের  পকেট ভারী করেছেন। মতিউর রহমান সিদ্দিকী আসার পর থেকে এই দুর্নীতির হার কমে এসেছে।’

Explore More Districts