সাতক্ষীরায় ২৩ মামলার আসামী ডাকাত রেজাউল গ্রেপ্তার

সাতক্ষীরায় ২৩ মামলার আসামী ডাকাত রেজাউল গ্রেপ্তার



Post Views:
৪৫

নিজস্ব প্রতিনিধি: খুন, ডাকাতি, দস্যুতাসহ ২৩টি বিচারাধীন মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা থানার পুলিশ।সোমবার সাড়ে ১২ টায় ঢাকা জেলার সাভার রেডিও কলোনী হতে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার তার বাড়ি হতে ডাকাতিকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রেজাউল করিম (৪৫) কালিগঞ্জ থানার কৃষ্ণনগর গ্রামের বরকতুল্লাহ গাজীর ছেলে।সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রেজাউল করিম আন্ত: বিভাগীয় ডাকাত চক্রের অন্যতম মাস্টারমাইন্ড। সে চক্রের সাথে সম্পৃক্ত থেকে সাতক্ষীরা জেলাসহ খুলনা বিভাগীয় অন্যান্য জেলার বিত্তশালী ব্যক্তিদের সনাক্তপূর্বক লক্ষ্যস্থির করে ডাকাতি করে। তাকে ১৮ নভেম্বর টার সময় ঢাকা জেলার সাভার রেডিও কলোনী হতে গ্রেপ্তার করা হয়।তার স্বীকারোক্তী অনুযায়ী ১৯ নভেম্বর রাতে কৃষ্ণনগরে অবস্থিত তার নিজ বসতবাড়ির রান্নাঘরের মধ্যে মাটির নিচে হতে সাতক্ষীরা সদর থানার ডাকাতি মামলা লুন্ঠিত মামলামাল উদ্ধার করা হয়।এসব মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের তৈরী ১টি গলার হার যার ওজন ১ ভরি ৬ আনা, স্বর্ণের তৈরী ১ জোড়া হাতের বালা যার ওজন ১ ভরি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দস্যুতাসহ সর্বমোট ২৩ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

 

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts