সাতক্ষীরায় ১৫০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরায় ১৫০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক



Post Views:
১৮৪

রঘুনাথ খাঁঃ

সাতক্ষীরার কলারোয়া থেকে ১৫০০ পিস ইয়াবাসহ চট্টগ্রামের বাঁশখালী এলাকার জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার ভোর রাতে কলারোয়া উপজেলার চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর আলম (২৮) চট্টগ্রাম জেলার গুনাগুরী থানার বাঁশখালী এলাকার মৃত মীর মোহাম্মদের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকরতা তারক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে কলারোয়া উপজেলার গয়ড়া বাজারস্থ চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এ সময় তার দেহে তল্লাশী চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামালা দায়ের করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:


Tweet
20

Explore More Districts