সাতক্ষীরায় বিজিবির অভিযানে২ লক্ষ ৫০হাজার টাকার মালামাল জব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে২ লক্ষ ৫০হাজার টাকার মালামাল জব্দ



Post Views:
৩৬

নিজস্ব  প্রতিনিধিঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক পৃথক  অভিযানে আড়াই  লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার সকালে সাতক্ষীরার পদ্মশাখরা, ভোমরা, বাকাল, তলুইগাছা ও কাকডাঙ্গা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক আশরাফুল হক জানান,গোপন সংবাদ ভিত্তিতে পদ্মশাখরা থেকে  ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,  ভোমরা আইসিপি চেকপোস্ট থেকে হতে ৭১,৪৬০ টাকা মূল্যের ভারতীয় পাটের সুতুলির গুটি,  বাকাল চেকপোস্টে থেকে ৬,৮৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স,তলুইগাছা থেকে ৫৯,০০০ টাকা মূল্যের ভারতীয়  শাড়ি, লেহেঙ্গা এবং থ্রি পিস কাকডাঙ্গা থেকে ৫০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং কম্বল আটক করা হয়।তিনি আরো বলেন,জব্দকৃত মালামালের আনুমানিক  ২,৫৭,৩১০/- (দুই লক্ষ সাতান্ন হাজার তিনশত দশ) টাকা। ভারতীয় মালামাল গুলি সাতক্ষীরা কাস্টমস এ  জমা দেওয়া হয়েছে।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts