সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর দুইটার দিকে সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা গ্রামে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মহাসিন হোসেন সুমন (২৪)। তিনি ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী জানান, সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে চাকরির জন্য ঢাকাতে কোচিং করতো। ঈদের ছুটিতে বাড়িতে এসে সোমবার দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি নিজেদের উঠানে থাকা কাঠ ঘরে তুলছিলেন। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ফকরুল আলম খান জানান, বিষয়টি জেনেছি। তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Explore More Districts