সাতক্ষীরায় ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

সাতক্ষীরায় ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ



Post Views:
১৪

মুহাম্মদ হাফিজ :এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার কোচ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ইকবাল কবির খান বাপ্পি, বিসিবির কোচ ফজলুর রহমান, স্বপন প্রমুখ। ফুটবল স্ট্রাইকার হ্যন্টিং প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬ চারটি দল অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts