সাতক্ষীরায় জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

সাতক্ষীরায় জামায়াতের আর্থিক সহায়তা প্রদান



Post Views:
১৪৯

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমীর জাহিদুল ইসলামের পক্ষ থেকে সংগঠনের ০৬ ওয়াডের সেক্রেটারি আব্দুল হামিদ একই ওয়ার্ডের ইসলামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় আহাত রহমত আলির সু-চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং রোগমুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কাছে দোয়া করেন। আহাত রহমত আলি সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন। এসময় আব্দুল হামিদ বলেন, মানুষের জীবনে কিছু পাওয়া বা না পাওয়া, রোগ-ব্যাধি সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসে। এসময় ধৈর্য্যহারা হলে চলবে না। হতাশ না হয়ে মনোবল শক্ত রাখতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনার পাশে আছি, ইনশাআল্লাহ্ পাশে থাকবো। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে অসহায় এবং দুস্থ লোকদের আমাদের সর্বোচ্চ দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আজ আপনাদের পাশে এসেছি।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts