সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি

সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি



Post Views:
৩২

মাহফিজুল ইসলাম আককাজ :
৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা,বর্ণাঢ্য র‍্যালি, ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফ এম সেলিম আখতার।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আব্দুর রব ওয়ার্ছী প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্ধন সমবায় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ মুর্শিদ আলম, মো. জাফর ইকবাল, মো. আশরাফ আলী, রাজিব প্রসাদ ঢালী, সুবির কুমার ঘোষ, কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ লুৎফর রহমান মন্টু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে খুদ্র ঋণের চেক বিতরণ ও সমবায়ে বিশেষ অবদানের জন্য একজন সমবায়ী ও ১১জন সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ করা হয় এবং ৬ জন দুগ্ধ খামারির মাঝে প্রকল্প ঋণের ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি বিভাগের বিভাগীয় প্রধান ও বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা উপস্থিত ছিলেন। সমগ্র

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় অফিসের পরিদর্শক রাম প্রসাদ ঢালী।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts