সাতক্ষীরায় জলবায়‌ু প‌রিবর্তনজ‌নিত প‌রি‌স্থি‌তি‌তে ফসল চাষাবাদ কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষন অনু‌ষ্ঠিত

সাতক্ষীরায় জলবায়‌ু প‌রিবর্তনজ‌নিত প‌রি‌স্থি‌তি‌তে ফসল চাষাবাদ কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষন অনু‌ষ্ঠিত



Post Views:
১৩৫

নিজস্ব প্রতি‌নি‌ধি:
জলবায়‌ু প‌রিবর্তনজ‌নিত প‌রি‌স্থি‌তি‌তে ফসল চাষাবাদ কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্পি‌তিবার সকা‌লে বাংলা‌দেশ পরমানু কৃ‌ষি গ‌বেষণা ইন‌স্টি‌টিউট বিনা উপ‌কেন্দ্র সাতক্ষীরা কৃষক প্রশিক্ষন‌টি অনু‌ষ্ঠিত হয়। বিনা সাতক্ষীরার উর্দ্ধতন বৈজ্ঞা‌নিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. বাবুল আকতার সভাপ‌তি‌ত্বে ভাচুয়ালি প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিনা ময়মন‌সিংহ মহাপ‌রিচালক ড. মির্জা মোফা‌জ্জল হো‌সেন। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিনা ময়মন‌সিংহ সি এসও ড. সি‌দ্দিকুর রহমান, কৃ‌ষি স¤প্রসারণ অ‌ধিদপ্ত‌রেরর উপপ‌রিচালক সাতক্ষীরা কৃ‌ষি‌বিদ সাইফ‌ুল ইসলাম, প্রকল্প প‌রিচালক ড. সা‌কিনা খানম, সাংবা‌দিক ও কৃষক জি এম ম‌নিরুল ইসলাম মি‌নি, বৈজ্ঞা‌নিক কর্মকর্তা মিলন কুমার প্রমুখ। ৫০ জন কৃষক উক্ত প্রশিক্ষনে অংশ গ্রহন ক‌রেন। বক্তারা বলেন জলবায়ু প‌রিবর্তন জ‌নিত কার‌নে কৃ‌ষি‌তে কিভা‌বে অ‌ধিক ফসল ফলা‌নো যায়। ।‌ লবনাক্ত এলাকায় কি ধান চাষাবাদ কর‌লে অ‌ধিক ফসল ফলা‌নো যায় সে বি ষ য়ে প্রশিক্ষন দেওয়া হয়।

Please follow and like us:


Tweet
20

Explore More Districts