সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে গমনকালে ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে গমনকালে ভারতীয় নাগরিক আটক

শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার (১২ অক্টোবর) আনুমানিক বেলা ২ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর তলুইগাছা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ওই ভারতীয় ভিসাবিহীন নাগরিককে আটক করে।

আটককৃত ভারতীয় নাগরিকের নাম মোছাঃ বিলকিচ আক্তার (৩৫)। সে ভারতের উত্তর প্রদেশের স্যান্ট কবির নগরের পৃথিয়া গ্রামের সুরুজের স্ত্রী।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক বিকাল সাড়ে ৫ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবি’র তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্ব একটি চৌকষ আভিযানিক দল তাকে আটক করে।

এসময় আটক হওয়া বিলকিচের নিকট থেকে ১ টি ভারতীয় পাসপোর্ট ও একটি স্মার্ট কার্ড জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক আরো জানান, আটক হওয়া মহিলার বাবার বাড়ী সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গা এলাকার গৌরবপুর গ্রামে। তিনি চলতি বছরের ০১ এপ্রিল ভারত হতে বাংলাদেশে এসে বাবার বাড়ী ঝাউডাঙ্গায় বসবাস করছিল। আটককৃত ভারতীয় নাগরিক বিলকিচকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Explore More Districts