সাতকানিয়ায় ট্রলিকে বাঁচাতে গিয়ে প্রাইভেট কার দোকানে, পথচারী নিহত – দৈনিক আজাদী

সাতকানিয়ায় ট্রলিকে বাঁচাতে গিয়ে প্রাইভেট কার দোকানে, পথচারী নিহত – দৈনিক আজাদী

সাতকানিয়ায় ট্রলিকে(ভটভটি) বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কার ঢুকে পড়ায় সেই কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম আবদুল গফুর(৪৫)।

আজ বৃহস্পতিবার(২৫ আগস্ট) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের হাসমতের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল গফুর উপজেলার ছদাহা ইউনিয়নের আফঝল নগর এলাকার মোজাফফর হোসেনের পুত্র। তিনি জাল দিয়ে মাছ ধরতে নয়া খাল এলাকায় যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর পাঁচটার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ হাসমতের দোকান এলাকায় পৌঁছালে গ্রামীণ অভ্যন্তরীন সড়ক দিয়ে আসা একটি দ্রুতগামী ট্রলি মহাসড়কে উঠে পড়ে। তখন ট্রলিটিকে বাঁচতে গিয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ফরিদ আহমদের চায়ের দোকানে ঢুকে পড়ে।

এসময় কারের ধাক্কায় পথচারী আবদুল গফুর ঘটনাস্থলে মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. হোসেন জানান, কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Explore More Districts