সাতকানিয়া এম এ মোতালেব কলেজের অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরীর ইন্তেকাল – দৈনিক আজাদী

সাতকানিয়া এম এ মোতালেব কলেজের অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরীর ইন্তেকাল – দৈনিক আজাদী

না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিব্বাড়ী এম.এ. মোতালেব কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ দিদারুল আলম চৌধুরী।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ডেল্টা হসপিটালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)।

দিদারুল আলম চৌধুরী লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান, চৌধুরী পাড়ার কানুনগো বাড়ির সন্তান। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।

তিনি শিক্ষাজীবনে বি-কম অনার্স, এম-কম, করার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন।

২০১২ সাল থেকে চিব্বাড়ী এম.এ. মোতালেব কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি লোহাগাড়া মোস্তাফিজুর রহমান কলেজ, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ, কুমিল্লা দাউদকান্দি ড. মোশাররফ হোসেন কলেজসহ উল্লেখযোগ্য আরো বেশ কয়েকটি কলেজে দীর্ঘ ২৯ বছর অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরীর যোগ্য নেতৃত্বে চিব্বাড়ী এম এ মোতালেব কলেজের শিক্ষার্থীরা এসএসসিতে পাশের হার ছিলো ২০১৫ সালে A+ সহ ৯৪.৬৪%,। ২০১৬ সালে A+ সহ ৯৬.৬৭%। ২০১৭ সালে A+ সহ ৮৯.৫৮%। ২০১৮ সালে A+ সহ ৯৬.১৫%। ২০১৯ সালে A+ সহ ৮৮.৬৭%। ২০২০ সালে A+ সহ ১০০%। ২০২১ সালে A+ সহ ৯৪.৪৪%। ২০২২ সালে A+ সহ ৯৮.৪৪%। ২০২৩ সালে A+ সহ ৯৭.৭৮%। যা প্রতিষ্ঠানটিকে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত করেছে।

অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরীর মৃত্যুতে চিব্বাড়ী এম এ মোতালেব কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এ মোতালেব শোক জানিয়েছেন। তিনি জানান, কলেজের প্রতিষ্ঠালগ্ন হতে আজ অবধি তিনি উক্ত কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত থেকে শিক্ষার গুনগত মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যতে অপূরনীয় ক্ষতি, যা কোনদিনও পূরন হওয়ার মতো নয়।

বৃহস্পতিবার সকালে মরহুমের প্রিয় প্রতিষ্ঠান চিব্বাড়ী এম এ মোতালেব কলেজ প্রাঙ্গণে এবং মল্লিক ছোবহান চৌধুরী পাড়া মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

Explore More Districts