সাতকানিয়ায় হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামী ১৯ বছর পর গ্রেফতার – দৈনিক আজাদী

সাতকানিয়ায় হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামী ১৯ বছর পর গ্রেফতার – দৈনিক আজাদী





দীর্ঘ ১৯ বছর পলাতক থাকার পর সাতকানিয়ায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। তার নাম তোফায়েল আহমদ (৪০)।

গত বুধবার রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মাস্টার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তোফায়েল চরতি ইউনিয়নের দক্ষিণ চরতির মৃত নজু মিয়ার পুত্র।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম জানান, ২০০৪ সালের ২৯ মে সাতকানিয়ার চরতিতে নুরুল আলম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তোফায়েল আহমদসহ ৪ জনকে আসামী করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আসামী তোফায়েল আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

আসামী তোফায়েল বুধবার রাতে মাস্টার হাট এলাকায় অবস্থান করার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, চরতির একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী তোফায়েল আহমদকে গ্রেফতারের পর পুলিশের নিকট হস্তান্তর করে র‌্যাব-৭। পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।




Explore More Districts