সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে গুলি উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার – Chittagong News

সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে গুলি উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার – Chittagong News

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নে এক পলাতক আসামির সন্ধানে অভিযান চালিয়ে ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ (গুলি) উদ্ধার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সোয়া দুটার দিকে এ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী।

এদিকে একই রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ আবদুর রহমান (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আবদুর রহমান উপজেলার ছদাহা ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ার তাজুর বাপের বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া দুটার দিকে উপজেলার কাঞ্চনা ইউপির ১ নং ওয়ার্ডের জাফর চৌধুরী পাড়ার পলাতক আসামি মিনহাজের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তাকে পাওয়া যায়নি তবে তার বাড়ি থেকে ৩ রাউন্ড র্শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

অন্যদিকে একই রাতে সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিশ্বহাট বাজার সংলগ্ন ইশ্বরের টেকে অভিযান চালিয়ে ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ আবদুর রহমান নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, পলাতক আসামি মিনহাজ এবং গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দায়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts