সাতকানিয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণের পর যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার – Chittagong News

সাতকানিয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণের পর যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার – Chittagong News

চট্টগ্রামের সাতকানিয়ায় অপহৃত বালু ব্যবসায়ী জহির উদ্দিন মিন্টু (৫২) কে উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সাতকানিয়ার উপজেলার কাঞ্চনা ইউনিয়নের সুইস গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

ব্যবসায়ী জহির উদ্দিন মিন্টু সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার আবদুল কাদেরের ছেলে।

জহির উদ্দিন মিন্টুর পরিবার সূত্রে জানা যায়, বুধবার মাগরিবের নামাজ শেষে বাড়ি থেকে বের হন জহির উদ্দীন মিন্টু। পরে রাত ১০টার দিকে পরিবারের কাছে ফোন করে অপহরণকারী চক্র ১৫ লাখ মুক্তিপণ দাবি করে। এরপর তারা থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ করেন। এরপর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম সাতকানিয়া বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অপহরণকারীরা যৌথবাহিনীর অবস্থান টের পেয়ে জহির উদ্দিন মিন্টুকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভোর ৫টার দিকে জহির উদ্দিন মিন্টুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ জানান, এক ব্যক্তি অপহরণ হয়েছে খবর পেয়ে আমরা পুলিশকে সাথে নিয়ে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করি। অপহরণকারীরা ভিকটিমের পরিবার থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং দাবিকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয়া হয়।

তিনি বলেন, অভিযানে সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতব্যাপী তল্লাশি চালানো হয়। সারারাত অভিযান চালিয়ে যৌথ টহল দল সফলভাবে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অপহরণে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কার্যক্রম চলমান রয়েছে।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, বালু ব্যবসায়ীকে অপহরণের খবর শোনার পর রাত থেকেই সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন। যৌথ বাহিনীর অভিযান দেখে অপহরণকারীরা ওই বালু ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছেন। পরে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে অপহৃত বালু ব্যবসায়ী জহির উদ্দিনকে উদ্ধার করা হয়। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts