সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু – Chittagong News

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু – Chittagong News

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদেক হোসেন পেশায় একজন কৃষক। তিনি ওই এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাদেককে বন্য হাতি আক্রমণ করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পথেই তার মৃত্যু হয়।

শনিবার (৫ জুলাই) সকালে ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা জানান, পাহাড়সংলগ্ন এলাকায় বন্য হাতির আক্রমণের ঘটনা প্রায়ই ঘটে থাকলেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts