সাড়ে ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ – Chittagong News

সাড়ে ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ – Chittagong News

 সাতকানিয়ায় প্রায় সাড়ে ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে শহীদুল ইসলাম সাইমন নামে এক ব্যক্তির গোডাউন ও বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবরে ওই মজুতকারী পালিয়ে যায়। পরে তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে দেড় লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে ৯ দশমিক ৪ টন পলিথিন জব্দ করা হয়। মজুতকারী পলাতক থাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে পরিবেশ সংরক্ষণ আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মইনুদ্দীন ফয়সাল প্রমুখ।

এমভি/সিটিজিনিউজ

Explore More Districts