স্টাফ রিপোর্টার|| নদীর পাড়ে ময়লা-আবর্জনার স্তূপ জমে উপছে পড়ছে। পচা সবজি ও ময়লা-আবর্জনা মিশছে গিয়ে নদীতে। দুর্গন্ধে টেকা দায়। নাক চেপে যাতায়াত করছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা প্রয়োজনে শহরে আসা মানুষজন। ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে নদীর পানি ও পরিবেশ। দুর্গন্ধের মধ্যে মালবাহী নৌকায় মালামাল উঠানোও নামানোর কাজ করছেন শ্রমিকরা।
জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারের কোম্পানি ঘাটের প্রতিদিনের দৃশ্য এটি।
সরেজমিনে দেখা যায়, শুধু কোম্পানি ঘাট নয়, সাচনা বাজারের নৌকা ঘাট, লঞ্চঘাট, ফেরিঘাটের চিত্র প্রায় একই। কোম্পানি ঘাটে ও নদীর তীর ঘেঁষা জায়গায় বাজারের ব্যবসায়ীরা পচা ফল, সবজি, মাছ, বিভিন্ন পণ্যের মোড়ক, পচা পেঁয়াজ, পচা আলু, প্লাস্টিকের নানা সামগ্রী, হোটেল-রেস্তোরাঁরা উচ্ছিষ্ট প্রভৃতি ফেলা হয়েছে। এছাড়া ঘাটসংলগ্ন খোলা স্থানে অনেকে প্র¯্র্রাব করেন।
সাচনা বাজারের শ্রমিক হাবিবুর রহমান বলেন, কোম্পানি ঘাটে বিভিন্ন এলাকার মালামাল বহনকারী নৌকা ভিড়ে। আমরা এসব মালামাল ওঠানো ও নামানোর কাজ করি। পচা দুর্গন্ধের কারণে আমাদের মালামাল বহন করতে অসুবিধা হয়।
জামালগঞ্জের কালিপুর গ্রামের বাসিন্দা মনফর আলী বলেন, সারা বাজারের ময়লা আবর্জনা ঘাটে এনে ফেলা হয়। আমরা খুব সমস্যায় আছি। নিরুপায় হয়ে দুর্গন্ধের মধ্যে যাওয়া-আসা করি। ঘাটটি পরিস্কার করে দেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, পানিতে বর্জ্য পদার্থ ফেললে পানির গুণগত মান নষ্ট হয়। একই সঙ্গে পরিবেশ দূষিত হয়। তিনি উপজেলা প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহবান জানান। তিনি বলেন, যারা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যে কোন মূল্যে নদীর তীর, নদীর পানি দুটোই দূষণ মুক্ত রাখতে হবে আমাদের।
সাচনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ বলেন, সাচনা বাজারে নির্ধারিত ময়লা আবর্জনার ডাম্প স্পট থাকলে এই সমস্যা হতো না। কাজেই ডাম্পিং ব্যবস্থা করা দরকার। এটি তৈরি করার মতো টাকা বনিক সমিতির কাছে নেই। ডাম্পিং ব্যবস্থার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেন তিনি।
বনিক সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল বলেন, এই বিষয়টি নিয়ে একটা মিটিং এ বসব আমরা। এরপর সিদ্ধান্ত নেব।
জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, আমরা সাচনা বাজারের কোম্পানি ঘাটে ময়লা আবর্জনা ফেলার বিষয়টি নিয়ে মাসিক সমন্বয় সভায় আলোচনা করেছি। বনিক সমিতির দায়িত্বে যাঁরা আছেন, তাদেরকে সচেতন হতে হবে, এটা মূলত তাদের দায়িত্ব। তারপরও আমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকলে বসে একটা ব্যবস্থা নেব। পরিবেশ দূষণ মুক্ত রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাজার হচ্ছে সাচনা বাজার। ব্যবসায়ীরা বাজার সম্প্রসারণের জন্য কাজ করছেন। বাজারের রাস্তা ঘাট প্রশস্ত করার চেষ্টা করছি আমরা।
তিনি বলেন, বাজারের আশেপাশে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। এতে পরিবেশ ঠিক থাকছে না। বাজারের পরিবেশ ঠিক রাখার জন্য বাজার কমিটি, ইজারাদার ও ব্যবসায়ীদের সচেতন হতে হবে। এ বিষয়ে তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে। কেউ যদি নির্দেশনা না মানলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ করব।
