সাঘাটায় ৫ শত পিস প্যাথেডিন ইনজেকশনসহ আটক (১)

সাঘাটায় ৫ শত পিস প্যাথেডিন ইনজেকশনসহ আটক (১)

সাঘাটায় ৫ শত পিস প্যাথেডিন ইনজেকশনসহ আটক (১)

গাইবান্ধা জেলার সাঘাটায় ৫ শত পিস নিষিদ্ধ নেশা জাতীয় ভারতীয় প্যাথোডিন ইনজেকশনসহ মতিয়ার রহমান (৫৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাঘাটা থানা পুলিশ। আটককৃত মতিয়ার রহমান দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন বৈগ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। গতকাল শনিবার বিকেলে উপজেলার সাঘাটা-গাইবান্ধা সড়কের ভরত খালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমানের নির্দেশে এসআই জোবায়দুর রহমান এবং এএসআই আসলাম তাকে আটক করে। সাঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এমাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে তার পথ রোধ করে দেহতল্লাসী করা হয়। এসময় তার দেহ থেকে ৫শত পিস নেশা জাতীয় ইনজেকশন প্যাথেডিন পাওয়া গেলে তাকে আটক করা হয়।এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।

এ জাতীয় আরো খবর…

Explore More Districts