সাগর উত্তাল, মহিপুর-আলীপুর আড়ৎ ঘাটে নোঙর শত শত ট্রলার

সাগর উত্তাল, মহিপুর-আলীপুর আড়ৎ ঘাটে নোঙর শত শত ট্রলার

২১ June ২০২৫ Saturday ১১:৫৪:৪৮ PM

Print this E-mail this


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

সাগর উত্তাল, মহিপুর-আলীপুর আড়ৎ ঘাটে নোঙর শত শত ট্রলার

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সাগরে বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ রেখে জেলার শত শত ট্রলার নিয়ে মহিপুর ও আলীপুর আড়ৎ ঘাটে নোঙর করেছে জেলেরা।

এদিকে, পটুয়াখালীর কলাপাড়ায় টানা এক সপ্তাহের ভারী বর্ষণে জনজীবনে নেমেছে স্থবিরতা। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।

স্থানীয়রা জানান, বর্ষার শুরুতেই বৃষ্টির কারণে কিছুটা গরম কমলেও শহরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন বর্ষাকালীন সবজি চাষিরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts