
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটার পশ্চিম-দক্ষিণ সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ১৫৯টি কালো পোপা। একদিনেই এসব মাছ ধরা পড়েছে।
পরে বাজারে নিয়ে বিক্রির জন্য এসব কালো পোপার দাম ধরা হয়েছে এক কোটি টাকা।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ধলঘাট ইউনিয়নের শরইতলার বাসিন্দা মোজাম্মেল বহাদ্দারের মালিনাধীন একটি নৌকা সাগরে মাছ ধরতে যায়। রাত ১০টায় সাগরে মাছ ধরার সময় তাদের জালে ধরা পড়ে ১৫৯টি কালো পোপা মাছ। দুপুর ১২টার দিকে ওই মাছ নিয়ে ফেরেন জেলেরা। পরে স্থানীয় সুতুরিয়া বাজারে নিয়ে গিয়ে ওই মাছের স্থানীয়ভাবে দাম ধরা হয়েছে ১ কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটার ধাতুরপাড়া গ্রামের বাসিন্দা মুরর্শেদ আলী সোহাগ নামে এক যুবক।
এদিকে মাছ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে। শেষ পর্যন্ত মাছগুলো রাতে চট্টগ্রামে নেয়া হচ্ছে।