সাকিবকে ‘বাজে আচরণের রাজা’ হিসেবে অভিহিত করেছে ক্রিকইনফো | Narailkantho-Latest Bangla News & Entertainment…

সাকিবকে ‘বাজে আচরণের রাজা’ হিসেবে অভিহিত করেছে ক্রিকইনফো | Narailkantho-Latest Bangla News & Entertainment…




ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর শেষ হয়েছে ২৩ জুন (বুধবার)। ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। এ টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশের সাকিব আল হাসানকে ‘বাজে আচরণের রাজা’ হিসেবে অভিহিত করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

জুনে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পারায় অসাদাচরণ করেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে স্টাম্পে লাথি মারেন তিনি। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধের ঘোষণা দেওয়া হলে নন-স্ট্রাইকের তিনটি স্টাম্প তুলে মাটিতে আছাড় মারেন সাকিব।

‘ব্যাড বিহেভিয়ার কিং’ নামে হেডলাইন দিয়ে সাকিবের নাম উল্লেখ করেছে ক্রিকইনফো। তারা লিখে, ‘শ্রীলঙ্কার ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয় ভাঙলেও বাজে আচরণের পাল্লায় খুব ছোট হয়ে দেখাবে, যখন তাদেরকেও ছাপিয়ে যাবে কেউ। ঠিক তেমনই কাজ করেছেন সাকিব আল হাসান। তিনি জানতেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং মিডিয়াও সেখানে নজর রেখেছে।’

‘তারপরও ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আউটের আবেদনের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় স্টাম্পে লাথি মারা এবং পরে বৃষ্টিতে খেলা বন্ধ করার ঘোষণা দিলে স্ট্যাম্প তুলে মাটিতে আছাড় মারেন সাকিব।’

এর আগে সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ার বিষয়টিও তুলে আনা হয়। বলা হয়, ‘এমনকি দু’বছরও হয়নি দুর্নীতির পদ্ধতির খবর গোপন করায় নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। যদি কোনো বিশ্ব খারাপ আচরণ চ্যাম্পিয়নশিপ হয়, তাহলে তিনি (সাকিব) বিজয়ী হবেন।’





Explore More Districts