সাঈদ এখন সবার ঘরের সন্তান : ড. ইউনূস

সাঈদ এখন সবার ঘরের সন্তান : ড. ইউনূস

সাঈদ এখন সবার ঘরের সন্তান : ড. ইউনূস

 

নিউজ ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূস বলেছেন, আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না। বাংলাদেশের যত পরিবার আছে, তাদের সন্তান। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক—সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন, কোথাও কোনো গোলোযোগ যেন না হয়।

শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে যান তিনি। এ সময় তার সঙ্গে আরও দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। পরে তার বাবা-মা স্বজনদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তার বাবার হাতে জাতীয় পতাকা হাতে তুলে দেন ড. ইউনূস। এর আগে কবর জিয়ারত করেন তিনি।

ড. ইউনূস বলেন, বাংলাদেশে জাতি-ধর্ম নির্বিশেষে সবারই সন্তান আবু সাঈদ। যারা বড় হবে, স্কুল-কলেজে পড়বে, তারা তার কথা জানবে এবং নিজে নিজেই বলবে, আমিও ন্যায়ের জন্য লড়ব। আবু সাঈদ এখন ঘরে ঘরে।

ড. ইউনূস আরও বলেন, আবু সাঈদ যেমন দাঁড়িয়েছে, আমাদেরকেও সেভাবে দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে আমরা তেমন না। আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা এবং সবার মা আবু সাঈদের মা। কাজেই তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ভাইদের রক্ষা করতে হবে। সবাই মিলে এটা করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, আমরা সবাই এই মাটিরই সন্তান। জাতি-ধর্ম নির্বিশেষে এই মাটির সন্তানদের রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে। এটা আবু সাঈদের বাংলাদেশ, যেখানে কোনো ভেদাভেদ নেই। আপনাদের কাছে অনুরোধ, যে যেখানেই আছেন, সবাইকে রক্ষা করুন। কোনো রকম গোলোযোগ হতে দেবেন না।

দুপুরে তিনি আহত ১০ শিক্ষার্থীকে দেখতে রংপুর মেডিকেলে যান। সেখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts