সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট, ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট, ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ময়মনসিংহের নান্দাইলে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন বিষয়টি নিশ্চিত করেন।

অব্যাহতি দেওয়া নেতারা হলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাছুম পারভেজ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এসএম খাইরুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি আদর্শ ভুলে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা এবং সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে তিন জনকে অব্যাহতি দেওয়া হলো।

নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তিন ছাত্রলীগ নেতা তাকে নিয়ে ফেসবুক পোস্ট দেয়। যে কারণে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

তৌফিকুল ইসলাম মামুন বলেন, দলীয়, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে এবং তাদের স্থায়ী বহিষ্কার  করার জন্য জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

Explore More Districts