সাইনবোর্ডহীন টঙ্গী রেলওয়ে স্টেশন: প্রতিদিনই বিড়ম্বনায় যাত্রীরা – Daily Gazipur Online

সাইনবোর্ডহীন টঙ্গী রেলওয়ে স্টেশন: প্রতিদিনই বিড়ম্বনায় যাত্রীরা – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি স্টেশন। প্রতিদিন হাজারো যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দীর্ঘদিন ধরেই স্টেশনে নেই কোনো নামফলক বা সাইনবোর্ড। ফলে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, বিশেষ করে নতুন যাত্রী ও বাইরের জেলা থেকে আগত মানুষজন। যাত্রী সাধারণের অভিযোগ-একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে নামফলক না থাকা অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক। অনেকেই বলেন, স্টেশনেই নেমে বুঝতে পারি না আসলে কোথায় এসেছি! ট্রেন থামলে অন্যদের মুখ চাওয়াচাওয়ি করে নিশ্চিত হতে হয়। অন্যদিকে, রেলওয়ে কর্তৃপক্ষের দাবি চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এখনই সাইনবোর্ড স্থাপন করা সম্ভব হচ্ছে না। তাদের আশা, ২০২৭ সালে প্রকল্পের কাজ শেষ হলে টঙ্গী স্টেশনে নতুন সাইনবোর্ড স্থাপন করা হবে। তবে ততদিন পর্যন্ত যাত্রীদের এই দুর্ভোগ কীভাবে লাঘব করা হবে, সেই প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেয়নি কর্তৃপক্ষ। যাত্রীদের দাবি-রেলওয়ে প্রকল্প চলমান থাকলেও অন্তত একটি অস্থায়ী নামফলক স্থাপন করা এখন সময়ের দাবি।

Print Friendly, PDF & Email

Explore More Districts