সাংবাদিক রোজিনা কারাগারে, স্বেচ্ছায় কারাবরণ করতে চায় শরীয়তপুরের অর্ধ-শতাধিক সাংবাদিক

সাংবাদিক রোজিনা কারাগারে, স্বেচ্ছায় কারাবরণ করতে চায় শরীয়তপুরের অর্ধ-শতাধিক সাংবাদিক

স্টাফ রিপোর্টার ॥ শরীয়তপুরের কৃতি সন্তান দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন ও হেনস্তা এবং সাজানো মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে স্বেচ্ছায় কারাবরণ করতে চায় শরীয়তপুরে কর্মরত অর্ধ-শতাধিক সাংবাদিক। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনসহ অন্যান্য মিডিয়ায় কর্মরত অর্ধ-শতাধিক সাংবাদিক জেলা প্রশাসক বরাবর স্বেচ্ছায় কারাবরণের আবেদনের প্লেকার্ড বুকে ধারণ করে এ আবেদন করেন। এর আগে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছেন তারা। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সাপ্তাহিক সপ্তপল্লী সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল হোসেন সরদার, দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার, দৈনিক যুগান্তরের কেএম রায়হান কবির সোহেল, সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়াদুদ, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, বিটিভি ও সময় টিভির প্রতিনিধি মফিজুর রহমান রিপন, ডিবিসি টিভির প্রতিনিধি বিএম ইস্রাফিল, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মোঃ নুরুল আমীন রবিন, যমুনা টিভির প্রতিনিধি কাজী মনিরুজ্জামানসহ জেলায় কর্মরত বিভিণ্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন। এসময় বক্তারা সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবী জানান। একই সাথে জেলার প্রায় অর্ধ-শতাধিক সাংবাদিক স্বেচ্ছায় কারাবরণ করার জন্য জেলা প্রশাসক কার্যালয়ের বারান্দায় অবস্থান কর্মসূচি পালন করে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।

Explore More Districts