সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলার প্রতিবাদে নরসিংদী সদর প্রেসক্লাবের প্রতিবাদ সভা – Amader Narsingdi

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলার প্রতিবাদে নরসিংদী সদর প্রেসক্লাবের প্রতিবাদ সভা – Amader Narsingdi

নিজস্ব প্রতিবেদক:-প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনস্থা এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে মঙ্গলবার সন্ধায় নরসিংদী সদর প্রেসক্লাবের আয়োজনে সাধারন সম্পাদক মাসুদ রানা বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গ্লোবাল টিভি ও দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি এবং নিউজ সময়ের সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম মতি
প্রতিবাদ সভায় প্রধান অতিথি বলেন,দৈনিক প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় দেশ বিদেশে বহু নজির তৈরী করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিময়-দুর্নীতি নিয়ে সংবাদ করার আক্রোশেই সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টার বেশী সময় আটকে রেখে তাকে শারিরীক,মানসিকভাবে হেনস্থার পর তাঁর বিরুদ্ধে হয়রানীমুলক অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট আইনে মামলা দেওয়া হয়েছে।
এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার,তার মুক্তি ও তাঁকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন,নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক লাল সবুজ ও অপরাধ জগতের জেলা প্রতিনিধি মাসুদ রানা বাবুল,সদর প্রেসক্লাবের সহ সভাপতি ফজলুল হক চৌধুরী,নরসিংদী জেলা রিপোর্টর্স ইউনিটির সহ সভাপতি আবুল ফায়েজ বাচ্চু,সদর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল করিম,এস এম বিল্লাল হোসেন,জাস্ট ইসলামী টিভির চেয়ারম্যান জাকির হোসেন,রাজু মিয়া,দেলুয়ার হোসেন,আনোয়ার হোসেন,কামাল হোসেন প্রমুখ।

Explore More Districts