সাংবাদিক মিসু সাহা’র পিতার ১১তম মৃত্যু বার্ষিকী আজ

সাংবাদিক মিসু সাহা’র পিতার ১১তম মৃত্যু বার্ষিকী আজ

সাংবাদিক মিসু সাহা’র পিতার ১১তম মৃত্যু বার্ষিকী আজ


স্বর্গীয় বাবু হারাধন সাহা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী বাবু হারাধন সাহা’র ১১তম মৃত্যু বার্ষিকী আজ রবিবার। গত ২০১৪ইং সালের জুলাই মাসের ০৬ তারিখে তিনি স্বর্গবাসী হন।

এ উপলক্ষে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের সাহাপাড়াস্থ তার নিজ বাড়ির (ভবানী সাহার বাড়ি) পারিবারিক শ্মশানে বিশেষ প্রার্থনা ও শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

স্বর্গীয় বাবু হারাধন সাহা’র আত্মার মঙ্গল কামনায় শোক সন্তপ্ত পরিবার সকলের কাছে মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য: স্বর্গীয় বাবু হারাধন সাহা’র একমাত্র ছেলে মিসু সাহা নিক্কন দৈনিক সমকাল পত্রিকার রামগতি উপজেলার সংবাদদাতা ও লক্ষ্মীপুর টুয়েন্টিফোর ডট কমের নিউজ রুম এডিটর।

Explore More Districts