সাংবাদিক ফয়সল চৌধুরীর জন্মদিন উদযাপন – Habiganj News

সাংবাদিক ফয়সল চৌধুরীর জন্মদিন উদযাপন – Habiganj News

– Advertisement –

– Advertisement –

– Advertisement –

– Advertisement –

হবিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক ফয়সল চৌধুরীর জন্মদিন উদযাপন করা হয়েছে।

গতকাল সোমবার রাতে শহরের কোরেশনগরস্থ দৈনিক প্রভাকরের কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমানের আয়োজনে জন্মদিন পালনের সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মিছবাহ উদ্দিন জামি, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, ঢাকা টাইমস্ ও ডেইলি ম্যাসেঞ্জারের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, মাইটিভির জেলা প্রতিনিধি নীরঞ্জন গোস্বামী শুভ, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার রুবেল তালুকদার ও রেজাউল করিম, সাবিক রেজা, দৈনিক প্রভাকরের সার্কুলেশন ম্যানেজার ফজল মিয়া।

– Advertisement –

Explore More Districts