
প্রভাত কুমার সাহা, সদরপুর।
বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কম এর জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সদরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকেরা। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা চত্বরে সমাবেশে সাংবাদিকেরা বক্তব্য রাখেন। বক্তারা সাংবাদিক নাদিমের হত্যার সাথে জড়িত এবং পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। একই সাথে বিভিন্ন কর্মসূচির ঘোষনা দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে সদরপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।