সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে ফরিদপুরে সাংবাদিকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ২৪.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলার কর্মরত সাংবাদিকরা। একই সময় এ হত্যায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়।
শুক্রবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাংবাদিকরা। ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন, এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক পান্না বালা, বাংলানিউজ ২৪.কমের ফরিদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হারুন-অর-রশীদ।
এসময় বক্তরা বলেন, “বাংলাদেশে সাংবাদিককে অন্যায়ভাবে নির্যাতন, মামলা-হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এটা দেশের সার্বভৌমত্বের ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। কথায় কথায় সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হত্যা এটা চলতে পারেনা। সরকারকে সাংবাদিকদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।” তারা বলেন, “ফরিদপুরের সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ। এরা আজ নাদিম হত্যার বিচারের দাবিতে মাঠে নেমেছেন।
এর সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেনা। এছাড়া সাংবাদিক নাদিমের পরিবারের পাশে সরকারেরসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ” বক্তারা এ বর্বরচিত হত্যার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপনের পাশাপাশি অবিলম্বে এ হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আলটিমেটামও বেঁধে দেন তারা। তা-না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ফরিদপুর জেলার কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। বিক্ষোভ মিছিলে সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেওয়া হয়। এসময় তারা স্লোগান দিতে থাকেন,- “ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই; নাদিম হত্যাকারীদের ফাঁসি চাই।
” অন্যান্যদের মধ্যে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস, প্রেসক্লাবের আরেক সহ-সভাপতি ও দৈনিক বাংলা’র প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এবং যমুনা টিভি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকাল ও চ্যানেল২৪-এর সাংবাদিক হাসানুজ্জামান, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রবীণ সাংবাদিক তমিজউদদীন তাজ, বাংলাদেশ বেতারের প্রতিনিধি শফিকুল ইসলাম মনি, মাইটিভির প্রতিনিধি নাজিম বকাউল, মোহনা টিভির প্রতিনিধি আশিষ পোদ্দার বিমান, আনন্দ টিভির প্রতিনিধি এস,এম মনিরুজ্জামান মনির, সময় টিভি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সুমন ইসলাম, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি অভিজিৎ রায়, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি বিভাষ দত্ত, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি এস এম মাসুদুর রহমান তরুণ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন- জিটিভি প্রতিনিধি শেখ মনির হোসেন, ইংরেজি দৈনিক ডেইলি ট্রাইবুনালের প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, গ্লোবাল টিভির প্রতিনিধি মো. আনিচুর রহমান, নাগরিক টিভির প্রতিনিধি মো. আজিজুল হক, দৈনিক সংবাদের প্রতিনিধি কাজী সবুজ, দৈনিক প্রথম আলোর আলোকচিত্রী আলিমুজ্জামান রনি, সাংবাদিক সেবানন্দ বিশ্বাস, সাংবাদিক ওয়ালী নেওয়াজ বাবু, সাংবাদিক জাহিদুল ইসলাম, সাংবাদিক এস.এম রুবেল, সাংবাদিক শ্রাবণ হাসান, রবিউল ইসলাম রাজিব, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি এস,এম আকাশ, সাংবাদিক নিরঞ্জন মিত্র, রুবেল ইসলাম, সাংবাদিক হায়দার খান, এহসানুল হক, সাংবাদিক মানিক কুমার দাস, শহিদুল ইসলাম, সাংবাদিক আতিয়ার রহমান, সবুজ দাস, লাভলু মিয়া, অসীম কুমার দাস, টিটুল মোল্লা প্রমূখ।
প্রসঙ্গ, গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় এলে অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর দিনগত রাত ১২টার দিকে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।