যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগরে পেশাগত দায়িত্ব পালনকালে যশোর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক এবং ক্যামেরাপার্সন শরীফ বাঙালিকে মারপিট, ক্যামেরা ভাংচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এক বিবৃতিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন জিয়া ও শরীফ। একই সাথে ক্যামেরা ভাংচুর ও তাদের আটকে রাখা হয় । এ ঘটনায় আমরা ক্ষুব্ধ। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।