সাংবাদিক এমএ ওয়াহেদকে প্রাননাশের হুমকি, থানায় জিডি – Habiganj News

সাংবাদিক এমএ ওয়াহেদকে প্রাননাশের হুমকি, থানায় জিডি – Habiganj News

হবিগঞ্জের লাখাই উপজেলার সিনিয়র সাংবাদিক এমএ ওয়াহেদ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

 

এবিষয়ে ২৬ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার লাখাই থানায় তিনি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। যাহার জিডি নং-১২০৩

 

জিডির সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে করাব ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কের পাশে মোরগের ফার্মের নিকট ছবি তুলতে গেলে অবৈধ ট্রাক্টর চালক করাব গ্রামের মৃত ছব্দর মিয়ার ছেলে ফজল মিয়া সাংবাদিক এমএ ওয়াহেদ কে হুমকি দিয়া বলে আমার অনুমতি না নিয়ে ছবি তুললেন কেন।এই নিয়ে ফজল মিয়ার সাথে সাংবাদিক এমএ ওয়াহেদ এর কথা কাটাকাটির এক পর্যায়ে ফজল মিয়া বলে আমার ট্রাক্টর গাড়ীর সামনে পড়লে তর জীবন শেষ করে দিব তবেই ছিনবে আমি কে।এক পর্যায়ে ফজল সাংবাদিক এমএ ওয়াহেদ এর সাইকেল এর চাবি ছিনাইয়া নিয়া যায় এবং পরে চাবি ফেরত দেয়।এসময় সে সাংবাদিক এমএ ওয়াহেদ কে ছবি ডিলেট করতে চাপ সৃষ্টি করে।

 

এবিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Explore More Districts