৪ October ২০২৫ Saturday ৫:৪০:৫৫ PM | ![]() ![]() ![]() ![]() |
নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠির নলছিটিতে খান মাইনউদ্দিন নামে এক সাংবাদিককে মোবাইলে জবাই করার হুমকীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক খান মাইনউদ্দিন শনিবার ( ৪ অক্টোবর) বিকেলে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো হিসাবে কর্মরত আছেন।
জানাগেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তর জুরকাঠির বাসিন্দা আঃ আজিজ খান এর ছেলে সাংবাদিক খান মাইনউদ্দিন এর সাথে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দুস্কৃতিকারীদের বিরোধ চলে আসছে। এরই জেরে বেশকিছু দিন পূর্বেও সাংবাদিক খান মাইনউদ্দিন এর ওপরে অস্ত্রসস্ত্র নিয়া হামলা চালায় দুস্কৃতিকারীরা। এরই ধারাবাহিকতায় দুস্কৃতিকারীরা গত ৪ অক্টোবর (শনিবার) রাত্র ১টার দিকে তার বসতঘরে এসে বাসার কলিং বেল বাজায়। এ সময় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে দরজা বন্ধ করে দেন তিনি। পরবর্তীতে রাত ১ টা ৪৪ মিনিটের সময় খান মাইনউদ্দিন এর ব্যবহৃত মোবাইল নম্বর-০১৭১১৫৭৪৪১৫
অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর-০১৫৭৭৩১৫৬৬৯ থেকে কল দিয়ে খান মাইনউদ্দিনকে ঘর থেকে বের হইতে বলে এবং জবাই করিবে বলে বিভিন্ন হুমকি প্রদান করেন।
এ ঘটনায় সাংবাদিক খান মাইনউদ্দিন বলেন, আমিসহ আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে এই সন্ত্রাসীদের বিচারের দাবি জানাই।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ ঘটনায় একটি থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |