সহজে বিয়ে হওয়ার পাঁচ আমল

সহজে বিয়ে হওয়ার পাঁচ আমল

লাইফস্টাইল ডেস্ক : বিয়ে মানবজীবনের গুরুত্বপূর্ণ অংশ। চারিত্রিক পবিত্রতা ও নিজ বংশধারা বজায় রাখার জন্য বিয়ের বিকল্প নেই। তা নবী-রাসুলদের সুন্নত। সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত পড়ে দোয়া করা যায়।

সহজে বিয়ে হওয়ার পাঁচ আমল

বিশেষ করে কোরআনে বর্ণিত একটি দোয়া পড়া উত্তম। তা হলো—

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ : রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা

অর্থ : ‘হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে এবং আমাদেরকে আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন।’ (সুরা : ফুরকান, আয়াত : ৭৪)

টাকার অভাবে পর্যটকদের ‘অস্থায়ী বউ’ হচ্ছেন ইন্দোনেশিয়ার নারীরা

এ ছাড়া হাদিসে বর্ণিত বিশেষ দোয়াগুলো ও আল্লাহর গুণবাচক নামগুলোর আমলও করা যেতে পারে।

Explore More Districts