সহকারী কমিশনার উর্মির স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

সহকারী কমিশনার উর্মির স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

সহকারী কমিশনার উর্মির স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

 

আমির হোসেন রিংকু:
লালমনিরহাট জেলার সহকারী কমিশনার তাপসী তাবাচ্ছুম উর্মিকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ২ টায় শহীদ আবু সাঈদ চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।।
লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি তার এক ফেসবুক পোস্টে দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কি মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাপসুম উর্মি কে স্থায়ী বহিষ্কার।যারা ফ্যাসিস সরকারের দোসর প্রশাসনে রয়েছে তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার সহ শাস্তির দাবি জানান।
শহীদ আবু সাঈদের ভাই আবু হাসান বলেন, একজন সরকারি কর্মকর্তা কিভাবে এমন কটুক্তি করার সাহস পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি এই কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে আরো এমন দুঃসাহস দেখার সাহস পাবে। আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিল তারা আগে লুটপাট করে খাইত। তারা এখন বলছে আমরা আগেই ভালো ছিলাম। তারা আগে খেয়েছে এখন খাইতে পারেনা। আবু সাঈদ এর আত্মত্যাগ ও রক্তদান সারা দেশবাসী দেখেছে।
আবু সাঈদের আরেক ভাই রমজান আলী বলেন, এই ধরনের কটুক্তি যারা করে তারা সবাই আওয়ামী লীগের দেশের এবং তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে বহিষ্কার করা হোক। তাদের কঠোর বিচার করা হোক।
জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন- রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়’।
উল্লখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts