সহকারী অধ্যাপক হিসেবে ডা. তাবেন্দা আক্তারের পদোন্নতিতে সংবর্ধনা

সহকারী অধ্যাপক হিসেবে ডা. তাবেন্দা আক্তারের পদোন্নতিতে সংবর্ধনা

পদোন্নতি পেয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের জুনিয়র কনসালটেন্ট বিশেষজ্ঞ ডা.তাবেন্দা আক্তার। সম্প্রতি এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি দেওয়া হয়। ডা. তাবেন্দা আক্তারের পদোন্নতিতে ২৯ অক্টোবর বুধবার এনডিএফ চাঁদপুর জেলা শাখা থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা এনডিএফ সভাপতি বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সালেহ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. ওয়ালিউর রহমান মজুমদার, এনডিএফ চাঁদপুর জেলা সেক্রেটারি ডা. মহিবুর রহমান সাদাত সহ চাঁদপুর জেলা এনডিএফের অন্যান্য নেতৃবৃন্দ।

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৫৯৯ জন চিকিৎসক গাইনি এন্ড অবস্ বিষয়ে সহকারী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পার-১ শাখার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ৩০ অক্টোবর মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে। ঐ প্রজ্ঞাপনে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনী এন্ড অবস ডা. ফাতেমা আক্তার ও ডা. বদরুন নেছা পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন।

স্টাফ রিপোর্টার/
২৯ অক্টোবর ২০২৫

Explore More Districts